বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা আধুনিক বাংলাদেশের  রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার-এমপি গালিব ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে শিবগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন-সমাপনী অনুষ্ঠিত রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জাতীয় দলের পাঁচ নারী ক্রীড়াবিদদের সংবর্ধনা
শিবগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে মেয়ের বাড়িতে ঠাঁই মিলল বৃদ্ধ দম্পতির

শিবগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে মেয়ের বাড়িতে ঠাঁই মিলল বৃদ্ধ দম্পতির

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের হস্তক্ষেপে মেয়ের বাড়িতে ঠাঁই মিলেছে বৃদ্ধ দম্পতি দাহারুল ইসলাম (৯০) ও শেরিনা বেগমের (৮৫)। বেশ কয়েক দফায় আলাপ আলোচনার পর মেয়ের বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করে দেন তিনি। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলায় কানসাট-পুখুরিয়া গ্রামের আমিনুল ইসলামের বসতবাড়িতে আয়োজিত বৈঠকে সন্তানদের নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ছেলেদের কাছে যে অর্থ-সম্পদ ছিল, তা ফেরত নিয়ে দাহারুল ইসলামের নামে ব্যাংকে রাখারও সিদ্ধান্ত গৃহীত হয়। দাহারুল ইসলাম বলেন, আমার সাত ছেলে-মেয়ে। তারা সবাই প্রতিষ্ঠিত। তবে কিছুদিন আগে থেকেই তাদের সঙ্গে আমার মনোমালিন্য চলছিল। এ কারণেই তারা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। যদিও অর্থ-সম্পদ হলো মূল কারণ। আমি ছেলেদের কাছে যাবো না। তবে মেজ মেয়ের বাড়িতে থাকতে রাজি হয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, বৃদ্ধ দাহারুলের ছেলেমেয়েদের নিয়ে বৈঠকে বসেছিলাম। ছেলেদের কাছে যে অর্থ-সম্পদ ছিল তা ফেরত নিয়ে বৃদ্ধ দাহারুলের নামে ব্যাংকে রাখা হবে। এর জন্য সন্তানদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। যদিও অর্থ-সম্পদ নিয়েই দাহারুলের সন্তানদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এটি একটি ভুল বোঝাবুঝি। তবে বৃদ্ধ দম্পতি ছেলেদের বাড়িতে যেতে আগ্রহী নয়। ফলে মেজো মেয়ের বাড়িতে রাখার সিদ্ধান্ত হয়েছে। তারপরও ছেলেরাও বাবা-মায়ের খোঁজ-খবর রাখবেন বলে জানিয়েছেন। এর আগে বুধবার উপজেলার শ্যামপুর ইউনিয়নের কামাটোলা বাবুপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধ দম্পতিকে বের করে দেন সন্তানরা। নিরুপায় হয়ে উপজেলার কানসাট-পুখুরিয়া এলাকায় আমিনুল ইসলামের বসতবাড়িতে আশ্রয় নেন তারা। খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেখানে ছুটে যান ইউএনও আবুল হায়াত। দায়িত্ব নেন থাকা-খাওয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমূখ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com