রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

শিবগঞ্জে শিশু সুরক্ষায় সমাজসেবা-স্বেচ্ছাসেবকদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

শিবগঞ্জে শিশু সুরক্ষায় সমাজসেবা-স্বেচ্ছাসেবকদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশু সুরক্ষায় সমাজসেবা ও স্বেচ্ছাসেবীদের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। রিসোর্স পার্সন ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় তিনি শিশু সুরক্ষায় বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু নির্যাতন, শিশুর সহায়তায় ফোন ১০৯৮ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে গাইডলাইন অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করেন শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সোস্যাল ওয়ার্কার আরফাতুননেসা আলো, কেইস ম্যানেজার ফারুক হোসেন, শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার দুর্লভপুর, শ্যামপুর, ছত্রাজিতপুর ইউনিয়নের নয়টি সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ৪৪ জন গ্রাম ও ওয়ার্ড সমাজসেবা স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেয়া হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com