শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

শিবগঞ্জে ভূমি অফিসে “স্মার্ট ভূমিসেবা তথ্য ভাণ্ডারের” সুফল পাচ্ছেন সেবা প্রত্যাশিরা

শিবগঞ্জে ভূমি অফিসে “স্মার্ট ভূমিসেবা তথ্য ভাণ্ডারের” সুফল পাচ্ছেন সেবা প্রত্যাশিরা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসে আগত সেবাপ্রত্যাশিদের বসবার জন্য গোলঘরকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। সরকারের বিভিন্ন পরিপত্রের আলোকে ভূমিসেবাকে সহজভাবে তুলে ধরা হয়েছে। জনগণ সাধারণত যেসকল বিষয়ে বেশি বেশি সেবা নিতে আসে সেসকল বিষয়ে রয়েছে প্রয়োজনীয় নির্দেশনা। যেমন ভূমি উন্নয়ন কর পরিশোধ করা কেন জরুরী, শ্রেণি ভিত্তিক ভূমি উন্নয়ন করের হার কত, জমি ক্রয়ের আগে ক্রেতার করনীয় কী এবং ক্রেতাকে কী কী বিষয় লক্ষ রাখতে হবে, ই-নামজারীর জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা এবং ই-নামজারী করার পদ্ধতি, নামজারী ও জমাভাগ/ জমা একত্রীকরণের আদেশের রিভিউ কীভাবে করা যায় এবং প্রয়োজনীয় ফি ও কাগজপত্রের তালিকা, অর্পিত সম্পত্তির লীজির নাম পরিবর্তন পদ্ধতি, রেকর্ড সংশোধন ও করণিক ভুল সংশোধন পদ্ধতি ইত্যাদি বিষয়ে সেবা প্রত্যাশীরা খুব সহজেই নির্ভুল ধারণা পেয়ে যাচ্ছেন। এছাড়া গোলঘরে স্থাপন করা হয়েছে টিভি স্কিন। যেখানে ভিডিওর মাধ্যমে বিভিন্ন ভূমি সেবা গ্রহণের পদ্ধতি দেখানো হচ্ছে। যেমন ই-নামজারির আবেদন কীভাবে করতে হয়; অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিষদের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং ঘরে বসেই ভূমি উন্নয়ন কর কীভাবে পরিশোধ করা যায় ইত্যাদি নানা বিষয় তুলে ধরা হচ্ছে। এতে জনগনের মাঝে সচেতনতা তৈরি হচ্ছে তৃতীয় পক্ষের দ্বারস্থ হওয়া থেকে অনেকেই মুক্তি পাচ্ছেন। উপজেলা ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য বন্ধ হয়েছে। শৃঙ্খলা বজায় রেখে সেবাগ্রহীতারা স্বেচ্ছায় নিজ নিজ সেবা গ্রহণ করছেন। সরকার প্রদত্ত ভূমি সংক্রান্ত সেবাসমূহ সহজ উপায়ে এবং হয়রানিমুক্তভাবে সেবাপ্রত্যাশীদের কাছে পৌঁছে যাচ্ছে। সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন জানান, ভূমি অফিসে আগত সেবাপ্রত্যাশীকেরকে সচেতনতার মাধ্যমে ভূমিসেবা প্রদানের লক্ষ্যে স্মার্ট ভূমিসেবা তথ্য ভান্ডারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়েছে, তৃতীয় পক্ষের কাছে যাওয়া অনেকাংশেই হ্রাস পেয়েছে এবং দালালের দৌরাত্ম্য বন্ধ হয়েছে। সরকার প্রদত্ত ভূমিসেবাসমূহ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ের মানুষ উপকৃত হচ্ছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com