শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:২২ অপরাহ্ন

সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল

সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল

 

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল। বুধবার দুপুরে আমদানি-রফতানির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু ও সাধারণ সম্পাদক উত্তম বাসাকসহ ৩৭ সদস্যর ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ পৌঁছেছেন। জানা গেছে- সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি হলেও রয়েছে একাধিক সমস্যা। সেই সমস্যা সমাধানে দুই দেশের ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে। আরও মসৃণ হবে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক। প্রেক্ষিতে সমাধানের লক্ষে আগামীকাল চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের আয়োজনে আলোচনায় বসবে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধি দল। এ সময় ভারতীয় প্রতিনিধি দলকে সোনামসজিদ ইমিগ্রেশনে ফুলেল শুভেচ্ছা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মসিউল করিম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন ইতি ও মেসবাহুল হক প্রমুখ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com