বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ২১ মে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহবান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন শিবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবদুর রহিম খোকা। শনিবার রাত ২টার দিকে তার ফেসবুক টাইম লাইনে নির্বাচন বর্জন করে এই স্ট্যাটাস দেন তিনি।
তিনি সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞার ছবি সম্বলিত ফেসবুকে লিখেন, ‘‘বিএনপি ও জামায়াত নির্বাচন না করায় তাদের ভোট ব্যালেন্স নিয়ে কিছু বিএনপির অর্থলোভী, সুবিধাবাদী, বেইমান ও আওয়ামী লীগের একটি কুচক্রী মহল, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিভ্রান্ত করছেন যে, আপনারা আমাদেরকে সমর্থন দিলে আগামী দিনের সকল প্রকার মামলা-হামলা হলে তাদের পাশে দাঁড়াবে এই মিথ্যা আশ্বাস দিচ্ছে।
আপনারা তাদের মিথ্যা আশ্বাসে ভুলবেন না এবং এই কুচক্রী মহলের প্রতারণামূলক মিথ্যা কথা, আপনারা কেউ বিশ্বাস করে দলের সাথে বিশ্বাস ঘাতকতা করবেন না।
আপনারাও সকলেই আওয়ামী লীগের এক দলীয় নির্বাচনে ভোট প্রদান হতে বিরত থাকুন। আসুন গণতন্ত্র রক্ষার স্বার্থে দলীয় সিদ্ধান্ত মেনে উপজেলা নির্বাচন বর্জন করি এবং অপাময় জনসাধারণের ন্যায্য দাবি- ভোটের অধিকার ফিরিয়ে দেয়া আন্দোলনের জোরদার করি’’।
এ বিষয়ে পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবদুর রহিম খোকা বলেন, কেন্দ্রীয় বিএনপি যেহেতু নির্বাচন বর্জন করেছে। তাই আমরাও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা নির্বাচন বর্জন করেছি।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে যাবার কোন সুযোগ নেই।