সোমবার, ১২ মে ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ১৬ কোটি টাকার ভারতীয় পোশাক জব্দ

নারায়ণগঞ্জে ১৬ কোটি টাকার ভারতীয় পোশাক জব্দ

ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ শাড়ি, চাদর, থ্রি-পিস ও লেহেঙ্গা জব্দ করেছে নারায়ণগঞ্জ কোস্ট গার্ড।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

খন্দকার মুনিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ ভারতীয় পণ্যের একটি চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর রাতে পাগলা কোস্ট গার্ড স্টেশন নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ফতুল্লা শিবু মার্কেটসংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ট্রাককে কোস্ট গার্ড থামার সংকেত দেয়। গাড়িটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে কোস্ট গার্ডের অভিযানিক দল ট্রাকটিকে ধাওয়া করে ড্রাইভারসহ আটক করে।এ সময় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ভারতীয় ৫ হাজার ৩৩৮ পিস শাড়ি, ১ হাজার ২৪৫ পিস চাদর, ১৮৬ পিস থ্রি-পিস ও ২৯ পিস লেহেঙ্গাসহ ট্রাকটি জব্দ করা হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com