মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
শিশুকে উষ্ণ রাখুন
শীতকালে শিশুকে উষ্ণ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশুকে সুতির আরামদায়ক পোশাকের ওপর অতিরিক্ত গরম কাপড় পরান।
ঠান্ডা পানি খেতে দেবেন না
শীতকালে শিশুদের ঠান্ডা পানি দূরে রাখন।
গরম পানির ভাপ দিন
নাক বন্ধ হলে বা কাশি বেড়ে গেলে গরম পানির ভাপ অত্যন্ত কার্যকর।
ঘর পরিষ্কার রাখুন
শীতকালে ধুলাবালি থেকে সর্দি-কাশি বাড়তে পারে, ঘর নিয়মিত পরিষ্কার করুন। শিশুর বিছানা, কম্বল এবং কাপড় ময়লা হলে জীবাণুর সংক্রমণ বাড়তে পারে, তােই এগুলোও নিয়মিত পরিষ্কার করুন।
ধুলোমুক্ত পরিবেশ
ঘরের কোণে বা বইয়ের তাকে জমে থাকা ধুলোবালিতে এলার্জি বাড়ে, এতে সর্দি-কাশির ঝুঁকি অনেক বেড়ে যায়। ঘরকে ধুলোমুক্ত রাখা জরুরি, শিশু যাতে ধুলিময় জায়গায় খেলতে না পারে, সেদিকেও খেয়াল রাখুন। শিশুর খেলনা, চাদর এবং অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র নিয়মিত পরিষ্কার করুন।
সঠিক ওষুধ
সর্দি-কাশির জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করা উচিত নয়। এ বিষয়টা মনে রাখা খুব জরুরি। শিশু যদি বেশি অসুস্থ হয়ে পড়ে, তবে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। তাঁদের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি বা ইমিউন বুস্টার দেওয়া যেতে পারে।
পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন
শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত বিশ্রাম গুরুত্বপূর্ণ, শিশুর ঘুম যেন গভীর হয়, তা নিশ্চিত করুন। ঘুমের সময় আরামদায়ক এবং শান্ত পরিবেশ বজায় রাখুন।
আরও পরামর্শ
শিশুর ঠান্ডা এড়াতে কুসুম গরম তেল দিয়ে শরীর ম্যাসাজ করুন। বাইরের ঠান্ডা বাতাস এড়াতে শিশুকে বেশি সময় বাইরে রাখবেন না। শিশুকে ঘরের ভেতর হালকা ব্যায়াম বা খেলার সুযোগ দিন।