সোমবার, ১২ মে ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

মেট্রোর দরজায় আটকা দুই নারী, অতঃপর যা ঘটল

মেট্রোর দরজায় আটকা দুই নারী, অতঃপর যা ঘটল

সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। ট্রেন ও প্লাটফর্মের গেটের মাঝে দুজন নারী যাত্রী আটকা পড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে অফিসগামী যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন।

রবিবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মেট্রো রেল চলাচল বন্ধ হয়।

মেট্রোরেল সূত্র বলছে, দুই দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে, এতে ট্রেন চলাচলে বিলম্ব হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, ট্রেনের গেটে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। এতে দরজা বন্ধ হচ্ছিল না। ফলে ২৮ মিনিটের মতো মেট্রোরেল চলাচলে বিঘ্নিত হয়।

এর জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ।

হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ায় অনেকেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মিলন নামে একজন লিখেছেন, ১৫ মিনিট ধরে মেট্রোরেল চলছে না। সপ্তাহের প্রথম কর্মদিবসে এমন হলে কীভাবে কী?

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, স্টেশনে ট্রেন থেকে বের হওয়ার সময় গেটে যাত্রী আটকে যাওয়া ঘটনায় গেটের অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে।

 এর জন্য কিছু সময় ট্রেন চলাচল বন্ধ ছিল।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com