মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
বরিশাল নগরের কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজ বলাকে কেন্দ্র করে সুরুজ গাজী নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় আরও একজনকে কুপিয়ে আহত করা হয়েছে।
রবিবার (০২ মার্চ) রাত ৮টার দিকে কাউনিয়া হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে এবং নগরের ৩ নম্বর ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহ্বায়ক। আহত নয়ন গাজী একই এলাকার তসলিম গাজীর ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রুবেল হোসেন জানিয়েছেন, স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন ওরফে সোনা শাহীনের সঙ্গে পূর্ববিরোধ নিয়ে যুবদল নেতা সুরুজের বাগবিতণ্ডা হয়। এ সময় সুরুজকে চাঁদাবাজ বলেন শাহীন। এ নিয়ে দুজনের হাতাহাতি হয়। কিছুক্ষণ পর শাহীন ও তার অনুসারীরা সুরুজের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেন। সুরুজকে রক্ষায় স্থানীয় দোকানি নয়ন এগিয়ে এলে তাকেও কোপানো হয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন। নয়ন চিকিৎসাধীন রয়েছেন।
মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত সুরুজ ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক।’
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযুক্ত শাহীন ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, ‘পূর্ববিরোধের জেরে একপক্ষ আরেকপক্ষকে কুপিয়ে জখম করেছে। এতে একজন নিহত ও আরেকজন আহত হন। নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। যারা ঘটনায় জড়িত অভিযোগ পেলে তাদের গ্রেফতার করা হবে।’