মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৪শ মেধাবী ছাত্রের মাঝে কোরআন বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ৪শ মেধাবী ছাত্রের মাঝে কোরআন বিতরণ

ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ৪শ মেধাবী শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে কোরআন শরিফ প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে ১১ মে নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কোরআন প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা। আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত কোরআন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এবং প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাহিদুল ইসলাম, আব্দুল আলিম প্রমুখ। পরে মেধাবী শিক্ষার্থীদের কোরআন শরিফ প্রদান করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে কোরআন বাতিলের মামলার প্রতিবাদে ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হলে পুলিশ গুলি চালিয়ে ৮ জনকে হত্যা করে। তারপর থেকে ১১ মে কোরআন দিবস হিসেবে পালন করে আসছে ইসলামী ছাত্রশিবির।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com