বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

কণ্ঠশিল্পী কনাকে নিয়ে কৌতূহলী ভক্তরা

কণ্ঠশিল্পী কনাকে নিয়ে কৌতূহলী ভক্তরা

বিনোদন ডেস্ক: গানের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব দিলশাদ নাহার কনা। মাঝে মধ্যে নিজের বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।

সেই ধারাবাহিকতায় হঠাৎই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন গায়িকা। যেখানে দেখা যাচ্ছে, মেহেদি হাতে সেজেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার হাতে মেহেদি’। এরপর থেকেই অনুরাগীদের মধ্যে রহস্য ঘনীভূত হতে থাকে।

কনার নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত এ ছবি নিয়ে গুঞ্জন উঠেছে। তবে কি কোনো সুখবর দিতে যাচ্ছেন তিনি? নতুন করে বাঁধছেন ঘর? কে সেই পাত্র? এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে কনার পোস্টে অভিনন্দনও জানাচ্ছেন। তবে এ বিষয়ে এখনো কিছুই প্রকাশ করেননি কনা।

দীর্ঘ ৭ বছর প্রেম করে ২০১৯ সালের ২১ এপ্রিল বিয়ে করেন গোলাম মো. ইফতেখার গহীনকে। কিন্তু ছয় বছর সংসার করার পর হঠাৎ বিচ্ছেদ হয় কনা ও ইফতেখার গহিনের। তাই ধারণা করা হচ্ছে- ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ সুন্দরী।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY