বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করে ‘আপসহীন নেত্রী’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করলেন শফিক তুহিন।
গত ৩০ ডিসেম্বর গানটি প্রকাশিত হয় গায়কের ফেসবুক পেজ ও অন্যান্য সামাজিক মাধ্যমে। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন তিনি নিজেই।
গানটির কথাগুলো এমন- ‘আপসহীন নেত্রী তুমি আপস করোনি বলে/ দেশের মানুষ দেশের প্রয়োজনে তোমার কথাই বলে/ তোমার নামে স্লোগান দিলে/ রক্তে আগুন জ্বলে।’
শফিক তুহিন বলেন, ‘এ বছরের শুরুর দিকে গানটি লিখেছিলাম। কথা ছিল বড় করে গানটির চিত্রায়ণ করা হবে। তারপর ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। এর মধ্যে আবার ম্যাডাম অসুস্থ হয়ে পড়লেন। আমিও আর এগোতে পারিনি। তাঁর চলে যাওয়ার দিনেই গানটি তাঁকে উৎসর্গ করে প্রকাশ করেছি।’
গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
ডেস্ক/এমএম