বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

ঘনকুয়াশায় চোরাচালান রোধে শিবগঞ্জে সীমান্তে সর্তক অবস্থানে বিজিবি

ঘনকুয়াশায় চোরাচালান রোধে শিবগঞ্জে সীমান্তে সর্তক অবস্থানে বিজিবি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: তীব্র শীত ও ঘনকুয়াশায় চোরাচালান প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি বাড়তি সর্তক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

শনিবার দুপুরে উপজেলার কিরণগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সীমান্ত জুড়ে অতিরিক্ত টহলের পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘনকুয়াশার সুযোগে চোরাচালানের চেষ্টা করছে চোরাকারবারীরা।

তবে বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্ত সুরক্ষিত রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরা। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির আওতাধীন কিরণগঞ্জ বিওপি সংলগ্ন ঈদগাহ মাঠে ৩০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফ ও সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামসহ ইউনিটের অন্যান্য বিজিবি সদস্যরা।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY