বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

কিশোরগঞ্জ সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বজলুর রহমান (৬০) পেশায় কৃষক ছিলেন। তিনি পশ্চিম মণ্ডলভোগ গ্রামের বাসিন্দা।

ঘটনার পর থেকে তার ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছেন। তিনি পেশায় অটোরিকশাচালক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জুবায়ের ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে আঘাত করে বাড়ি থেকে পালিয়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চান্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বল জানান, পারিবারিক কলহ থেকেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি বিষয়টিকে অত্যন্ত নির্মম ও দুঃখজনক বলে উল্লেখ করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। হত্যায় জড়িত সন্দেহভাজন জুবায়েরকে আটক করতে অভিযান চালানো হচ্ছে। একইসঙ্গে মামলার প্রস্তুতিও চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY