শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন ফুলছড়িতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা
রাজশাহীতে  দুদকের শিক্ষা বৃত্তি পেল ১৮ জন শিক্ষার্থী

রাজশাহীতে  দুদকের শিক্ষা বৃত্তি পেল ১৮ জন শিক্ষার্থী

গোদাগাড়ী ( রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ
রাজশাহী জেলার দুদকের পক্ষ থেকে ১৮ জন শিক্ষার্থীর প্রত্যেকে  ৬ হাজার টাকা করে  শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার বিকাল ৩ সাড়ে সময় জেলা শিক্ষা অফিসের অডিটারিয়ামে বৃত্তি প্রদান অনুষ্ঠানে  জেলা শিক্ষা অফিসার মোহা: নাসির  উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন, রাজশাহীর সহকারী পরিচালক মোঃ আমির হোসাইন, সহকারী পরিদর্শক মোঃ মাহাবুবুর রহমান, বিদ্যালয় পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, অভিভাবক মোঃ আশরাফুল ইসলাম প্রমূখ।
সহকারী পরিচালক মোঃ আমির হোসাইন বলেন, রাজশাহী জেলার ১৮ জন শিক্ষার্থী, নওগাঁ জেলার ২২ জন, চাঁপাই নবাবগঞ্জ জেলার ১০ জন, নাটোর জেলার ১৪ জনসহ ৬৪ জন  শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে ৩ লাখ ৮৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। তিনটি শর্তে এ বৃত্তি প্রদান করা হয়। সততা সংঘের সদস্য হতে হবে, অসচ্ছল পরিবারের সদস্য ও মেধাবী শিক্ষার্থী হতে হবে। তোমাদেরকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে, তোমাদের মধ্য থেকে জেলা শিক্ষা অফিসার, ডিসি, এসপি, শিক্ষক, সচিব,   চিকিৎসক, প্রকৌশলী হবে। তাহলে আমাদের এ বৃত্তি প্রদানের উদ্দোগ্যে সফল হবে।
দুদকের শিক্ষা বৃত্তি ৬ হাজার টাকা পেয়েছেন মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম.  শ্রেণীর দরিদ্র মেধাবী ছাত্রী আনিকা আশরাফী, পিতা আশরাফুল ইসলাম, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের  ১০ম. শ্রেণীর আব্দুল মতিন পিতা  মোঃ লতিফুর রহমান।
জেলা শিক্ষা অফিসার  মোহাঃ নাসির উদ্দীন বলেন, রাজশাহীর হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে  তোমারা  সৌভাগ্যবান ১৮ জন।  আজ তোমরা ৬ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি পাচ্ছ, তোমরা ভালভাবে পড়ালেখা করবে, দেশের কাজে লাগতে হবে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে হবে,  দেশের সেবা করতে হবে। ছাত্র, ছাত্রী,  অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, এ টাকা দিয়ে যেন মোবাইল ফোন, এমবি কিনে দিয়ে গেম খেলা না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। এ বৃত্তির টাকা দিয়ে বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ কিনতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যেন পাবলিক পরীক্ষায় জিপিএ- ৫ পায় সে ব্যপারে নির্দেশনা প্রদান  করেন এ জেলা শিক্ষা কর্মকর্তা।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com