রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন ফুলছড়িতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা
খোয়াই নদীর পানি বৃদ্ধি, আতঙ্কে জনজীবন

খোয়াই নদীর পানি বৃদ্ধি, আতঙ্কে জনজীবন

নিউজ ডেস্ক :
গেল কয়েক দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হুহু করে বৃদ্ধি পাচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর পানি। ভাড়ী বৃষ্টিপাত হওয়ার কারণে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে খোয়াই নদীর পানি বেড়ে চলছে। বাল্লায় পানি বিপদসীমার ১১৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে নদীর পানি বাড়তে থাকায় বেঁড়িবাঁধ এলাকায় বন্যা আতঙ্কে বিরাজ করছে নদীর তীরবর্তী পাড়ের মানুষের মাঝে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে খোয়াই নদীর পানি একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও টানা বৃষ্টির ফলে গত কয়েক দিন ধরে হুহু করে বাড়তে থাকে এ নদীর পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নদীর পার্শ্ববর্তী এলাকায় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার (২০ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, এভাবেই যদি পানি বাড়তে থাকে তাহলে বিগত সময়ের ভয়াবহ বন্যার পরিস্থিতির চেয়েও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা হতে পারে। তলিয়ে যেতে পারে মানুষের ফলানো জমির ফসল। বিনষ্ট হতে পারে ঘর-বাড়ি।

নদী পাড়ের বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম শুরু হলেই বন্যা আতঙ্কে থাকতে হয় নদী পাড়ের মানুষজন। এ সময় তাদের নির্ঘূম রাত কাটাতে হয়।

উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জ ঘোষণা দিয়েছে সারারাত বৃষ্টি হওয়ার কারণে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে খোয়াই নদীর পানি বেড়ে চলেছে। বাল্লায় পানি বিপদসীমার ১১৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অতিসত্বর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। সবাইকে সর্তক থাকার বিশেষ অনুরোধ করেছে পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com