শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শ্রীমঙ্গলে এক কিশোরকে কুপিয়ে জখম শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
শিবগঞ্জে ১২বছর পর আদালতের মাধ্যমে জমি ফেরত পেল বিপ্লব

শিবগঞ্জে ১২বছর পর আদালতের মাধ্যমে জমি ফেরত পেল বিপ্লব

শিবগঞ্জ প্রতিনিধিঃ
দীর্ঘ ১২বছর পর আদালতের রায়ের মাধ্যমে বেদখলীয় জমি দখল  পেলেন জমির প্রকৃত মালিক। গত   ০৪-০৫-২০২৩খ্রী: তারিখে  আদালতের প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জমি মেপে সরকারী ভাবে লাল পতাকা টাঙিয়ে জমির চৌহিদ্দী নির্র্দিষ্ট করে দেন এবং জমির মালিক বিপ্লবকে  জমি বুঝিয়ে দেন তা ঢোল বাজিয়ে এলাকাবাসীর মাঝে তা প্রচার করা হয়।।   ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ  উপজেলার কানসাট ইউনিয়নের পশ্চিম বিলাত হরিপুর মৌজায় জি এল নং ১৬৪, আর এস খতিয়ান নং  ৮২৮, হাল দাগ নং ২১৪১,২১১০ ও ২১১৯। এ তিন দাগে  নালিশী জমির পরিমান  ৩০ দশমিক১৯/১০০ একর। মামলায় রায়ের কপি সূত্রে জানা গেছে কানসাট ইউনিয়নের বহালাবাড়ি গ্রামের মৃত ইয়াসিন আলির ছেলে বিপ্লব গত   ২৭-০১-২০১১খ্রী: তারিখে কানসাট ইউনিয়নের শিবনগর (বিলবাড়ি) গ্রামের মৃত অরেশতুল্লাহর ছেলে তরফ আলি বিরুদ্ধে  মোকাম শিবগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। মামলা নং  ২১/২০১১,মিস (৯৬)। যা গত  ০৩-০১-২০১৯খ্রী:তারিখে  বিজ্ঞ আদালতে মামলাটি না মঞ্জুর হয়।  পরবতীতে অবারো তিনি জেলা দায়রা জজ আদালতে ০৮/২০১৯ আপীল দায়ের করলে  উক্ত মিস আপীলটি  শুনানী শেষে  ০১-০৯-২০১৯ খ্রী: তারিখে  মঞ্জুর হলে  মোকদ্দমার  প্রতিপক্ষ  দেওয়ানী কার্যবিধির আইনের  ৪১রুলের ২১ ধারা মাতে  ০১/২০২২  মিস কেস আনায়ন করেন। উক্তি মিস কেসটি ১৬-১০-২০২২খ্রী: তারিখে  না মঞ্জুর  হয়ে গত ০১-০৯-২০২১ খ্রী: তারিখের আদেশ বহাল হয়ে নিস্পত্তি হয়। যার রায়টি বিপ্লবের পক্ষে আসে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com