মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:২০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :
ময়মনসিংহ নগরীর গাঙিনারপাড়ের একটি মার্কেটে আগুনে পুড়ে গেছে ছয়টি দোকান। ঘটনাটি ঘটে সোমবার (২০ জুন) সকাল পৌঁনে এগারটার দিকে।
ভবনটির দ্বিতীয় তলায় বাচ্চাদের খেলনা, সাইকেল ও গাড়ি গুদামজাত করা ছিল। তবে মার্কেটের স্টার সাইকেলের দোকান ও গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
হঠাৎ আগুন লাগার ঘটনায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ৪টি টিম ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এখনি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন সম্ভব নয় বলে জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ।
তিনি বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা ও সংকীর্ণ রাস্তার কারণে আগুণ নেভানো ছিল ফায়ার সার্ভিসের জন্য এক ধরণের চ্যালেঞ্জ।
এদিকে স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছরে গাঙিনাপাড় এলাকায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দ্রুত আগুন নেভানোর জন্য পানির সহজলভ্যতাসহ কোনো উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ।