মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:৩২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামেরবিবার দুপুর ১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সাতরশিয়া গ্রামের কলিমউদ্দিন মন্ডলের ছেলে নজরুলের বাড়িতে দুপুরে বাড়ির ছাদে আগুন দেখতে পাই, দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী শেখ জানান, আগুন নিয়ে বাচ্চারা ছাদের উপরে খেলা করলে পাট খড়ি ও খড়ে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।