বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৫:৫২ অপরাহ্ন

শিবগঞ্জে বালক-বালিকাদের মাঝে কম্বল বিতরণ

শিবগঞ্জে বালক-বালিকাদের মাঝে কম্বল বিতরণ

মো. আতিক ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসী বালক-বালিকাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে দেড় শতাধিক বালক-বালিকার মাঝে এসব কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।
এ সময় তিনি বলেন, এতিমদের সঙ্গে সরকার রয়েছে। তাই লেখাপড়া শেষে সমাজে প্রতিষ্ঠিত হওয়া নিয়ে কোনো ভয় নেই। সরকার এতিমদের জন্য আলাদাভাবে সুযোগ সৃষ্টি করেছে। তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে একজন মেধাবী মানুষ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কেইস ম্যানেজার ফারুক হোসেনসহ অন্যরা।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com