শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন ফুলছড়িতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা
শিবগঞ্জে আগুন পুড়ল ৮ ঘর, ১৫ লাখ টাকার ক্ষতি

শিবগঞ্জে আগুন পুড়ল ৮ ঘর, ১৫ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকান্ডে তিন পরিবারের আটটি ঘর ভষ্মিভূত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা রাঘববাটি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হল- আতাবুর, ছেলে খুরশেদ ও কালু, জামাল উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৫টার দিকে পারচৌকা রাঘববাটি গ্রামের আতাবুরের ছেলে কালুর গোয়ালঘরের মশা তাড়ানোর আগুন থেকে সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পাশর্^বর্তী আরও দুটি পরিবারের ঘর, আসবাবপত্র, চাল, ডাল, আটা, নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভষ্মিভূত হয়। একই সঙ্গে বাড়ির মালিক মৃত ইসমাইলের ছেলে প্রতিবন্ধী আতাবুর রহমানের (৬৫) দেহ ঝলসে গেছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। এছাড়াও অগ্নিকান্ডে তিনটি ছাগল, হাঁস-মুরগী ও কবুতর ভষ্মিভূত হয়েছে। এতে তিন পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একই সঙ্গে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। এদিকে খবর পেয়ে দুপুরে দশভাইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও শুকনো খাবার দেয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রতিবেদন পেয়েছেন। দ্রুত ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com