বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০২:২৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে “ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার” শীর্ষক আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে “ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার” শীর্ষক আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উদ্যোগে “ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (সোমবার ১ মে) সকালে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান আলোচক চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা সোহরাব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. তরিকুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন মহাডাঙ্গা জামে মসজিদের ইমাম মাওলানা মো. ময়েজ উদ্দিন। বক্তাগণ কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক প্রদানের মহানবী হজরত মোহাম্মদ (স.) এর কথা স্মরণ করিয়ে দেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com