চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করেছে শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বুধবার সকালে উপজেলার কানসাট ইউনিয়নে উপজেলা কৃষি অফিসের আয়োজনে “রসুন” নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার।
অন্যদের মধ্যে ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আতিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) বুলবুল আহমেদ, ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।
এসময় মসলার জাত সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি কলাকৌশল এর উপরে আলোচনা করা হয়। মাঠদিবসে প্রায় দুই শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।