শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক: গাজা উপত্যকার রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কার মধ্যে মার্কিন সরকার তেল আবিবকে তাড়াহুড়ো করে অস্ত্র দেয়ার প্রস্তুতি নিচ্ছে। গতকাল (শুক্রবার) জানিয়েছে কয়েক কোটি ডলার মূল্যের অস্ত্র দেয়ার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকা দখলদার বাহিনীকে অকুন্ঠ সমর্থন দিয়ে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, আমেরিকা ইসরাইলকে যেসব অস্ত্র দিতে যাচ্ছে তার মধ্যে এমকে-৮২ বোমা এবং কেএমইউ ৫৭২ জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া এই অস্ত্র চালানে গাইডেড বোমা এবং এফএমইউ-১৩৯ বোমা থাকছে।
এর আগেও আমেরিকা কংগ্রেসকে পাশ কাটিয়ে ইহুদিবাদী ইসরাইলকে দুই দফায় বিপুল পরিমাণ অস্ত্র দিয়েছে। গত ৭ অক্টোবর গাজা-ইসরাইল যুদ্ধ শুরু পর থেকে তেল আবিবকে এ পর্যন্ত আমেরিকা ২১ হাজার গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। সূত্র: পার্সটুডে