শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের দুটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনের ওপর চলতি সপ্তাহে যে হামলা হয়েছে তার পেছনে ইহুদিবাদী ইসরাইল জড়িত ছিল। আমেরিকার প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।
ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি গত বুধবার জানিয়েছিলেন যে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চহারমহাল এবং বখতিয়ারি প্রদেশের দুটি গুরুত্বপূর্ণ গ্যাস সরবরাহ লাইনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। ওই হামলার ফলে পাইপলাইনে আগুন ধরে যায় এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের কারণে ওই দুই প্রদেশের লাখ লাখ মানুষের রান্না-বান্না এবং ঘর-বাড়ি গরম রাখার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়।
পশ্চিমা দুজন কর্মকর্তা এবং একজন সামরিক কৌশলবিদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, ইসরাইল ওই হামলা চালিয়েছে।
এ বিষয়ে গতকাল ইরানের তেলমন্ত্রী গণমাধ্যমকে জানান, কয়েকটি শহর ও প্রদেশে গ্যাসের সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেয়ার পরিকল্পনা ছিল শত্রুদের। তিনি বলেন, শত্রুদের মূল পরিকল্পনা ছিল অভ্যন্তরীণ ক্ষেত্রে ইরানের জ্বালানি অবকাঠামো বিচ্ছিন্ন করে ফেলা। সূত্র: পার্সটুডে