শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ন

হুতিদের হামলায় সুয়েজ খালের আয় কমেছে : আল-সিসি

হুতিদের হামলায় সুয়েজ খালের আয় কমেছে : আল-সিসি

নিউজ ডেস্ক: মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধির কারণে চলতি বছর সুয়েজ খাল থেকে রাজস্ব আয় ৪০ থেকে ৫০ শতাংশ কমে গেছে।

ইয়েমেনের হুতি মিলিশিয়ারা ওই এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যা গাজায় যুদ্ধ অবসানের জন্য চাপ প্রয়োগের একটি প্রচেষ্টা বলে গোষ্ঠীটি দাবি করেছে। এর প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা শিপিং কোম্পানিগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তেল সংস্থাগুলির সাথে এক সম্মেলনে  বলেন, দেখুন আমাদের গাজা সীমান্তে কী ঘটছে। আপনি সুয়েজ খাল দেখুন, যা মিশরকে প্রতি বছর প্রায় ১০ বিলিয়ন ডলার এনে দিতো। এই রাজস্ব ৪০ থেকে ৫০ শতাংশ হ্রাস পেয়েছে এবং অবশ্যই কোম্পানি এবং অংশীদারদেরকে আমাদের অর্থ প্রদান অব্যাহত রাখতে হবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com