মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।
বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ পৌর ও উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন কোরআন চত্বরে পথসভায় মিলিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শিবিরের সভাপতি বায়জীদ বোস্তামির পরিচালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশমন সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া।
বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর পরে শিবগঞ্জে এমন একটি র্যালি করার সুযোগ পেয়েছে ছাত্রশিবির। আওয়ামী লীগ দীর্ঘ শাসনামলে চরম জুলুম ও নির্যাতনের মাধ্যমে শিবিরকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের মাটিতে ছাত্রশিবিরকে নিশ্চিহ্ন করার মতো কোন দু:সাহস ভবিষ্যতে আর কেউ দেখাতে পারবেনা বলেও জানান বক্তারা।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা শিবিরের সেক্রেটারি মামুনুর রশিদ, সাবেক সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ জাবের ও দেলওয়ার হোসেনসহ অন্যরা। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক/এমএস