২০০ টাকার জন্য নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ফুফাতো ভাইয়ের হামলায় মামাতো ভাই নিহত হয়েছে। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম নজরুল ইসলাম (৪০)। তিনি উপজেলা সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের আক্কাছ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম তার বাড়ির পাশে একটি মুদি ও চায়ের দোকানের ব্যবসা করতেন। ওই দোকান থেকে তার ফুফাত ভাই ও একই গ্রামের আব্দুল মালেকের ছেলে মানিক মিয়া বাকিতে ২০০ টাকার জিনিস কেনেন। কিন্তু দীর্ঘদিনেও মানিক পাওনা টাকা পরিশোধ করেননি। নজরুল টাকার জন্য মানিককে তাগাদা দেন।
এ সময় দুইজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। বিকেলে নজরুল স্থানীয় স্টেশন বাজার থেকে বাড়ি ফেরার পথে মানিক লাঠি দিয়ে তাকে আঘাত করে। এতে নজরুল আহন হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার নজরুল মারা যায়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।