বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
অল নিউজ এজেন্সী ডেস্ক : অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাসের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপিকে ঠেকানোর জন্যই নির্বাচনকে অহেতুক পিছিয়ে দেওয়া হয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে নির্বাচনকে পেছানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যখনই এই নির্বাচন হোক, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভূমিধস বিজয় লাভ করবে; সরকার গঠন করবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আফসার আহমদ সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন।
আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, রাজনৈতিক সচেতন সাধারণ মানুষ কেউ বিশ্বাস করে না যে, আওয়ামী লীগ ফিরে আসবে। খাপছাড়া মিছিল করলেই একটি সংগঠন দাঁড়িয়ে যাবে- এটা হয় না।
দিন যত যাবে শেখ হাসিনা মৃত্যুর দিকে ধাবিত হবে। সময়ের কাছে তার জবাবদিহি করতে হবে। এ সময় দেশে গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম আফসার আহমদ সিদ্দিকীর স্ত্রী ও ফাউন্ডেশনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষাবিষয়ক সহ-সম্পাদক হেলেন জেরিন খান, দলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।
ডেস্ক/এমএস