বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুই মাদকসেবীর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।
দন্ডপ্রাপ্তরা হল- শিবগঞ্জ পৌরসভার দেওয়ান জাইগীর মহল্লার হিমেল (২৫) ও মৃত মেছের আলীর ছেলে তরিকুল ইসলাম কালু (৪৯)।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হিমেলকে পাঁচদিন ও তরিকুল ইসলাম কালুকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।
ডেস্ক/এমএস