বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

সয়াবিনে ৬ ও পাম তেলের লিটারে ১৩ টাকা বাড়লো

সয়াবিনে ৬ ও পাম তেলের লিটারে ১৩ টাকা বাড়লো

অল নিউজ এজেন্সী ডেস্ক: বোতলজাত সয়াবিন তেলের দাম কয়েক দফা বৈঠকের পর লিটারপ্রতি ছয় টাকা এবং পাম তেল লিটারে ১৩ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা এবং খোলা পাম তেল ১৬৩ টাকায় বিক্রি হবে। এছাড়া খোলা সয়াবিন তেল লিটারে ৮ টাকা বেড়ে বিক্রি হবে ১৭৭ টাকায়।

আগামীকাল মঙ্গলবার থেকে এ নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে ভোজ্যতেল পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সোমবার সন্ধ্যায় সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে। এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।

এতোদিন বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৬৯ টাকায় এবং খোলা পাম তেলের দামও লিটারে ১৫০ টাকায় বিক্রি হয়েছে।

এ ছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা; আগে যা ছিল ৯২০ টাকা। সে হিসাবে সয়াবিনের পাঁচ লিটারের বোতলে দাম বেড়েছে ২৫ টাকা।

এদিকে নাম ও পদবী প্রকাশ না করার শর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আমার দেশকে বলেন, সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে পুনরায় বৈঠকে সয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম নির্ধারণ হলেও মূল্যবৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয় এখনো অনুমোদন দেয়নি। অনুমোদনের আগেই ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছেন।

তবে ভোজ্যতেল উৎপাদনকারী একটি কোম্পানির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, দাম বাড়ার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে সর্বশেষ সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়েছিল।

এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা এবং বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭০ টাকা বাড়িয়ে ৯২০ টাকা করা হয়। অবশ্য আগস্টের মাঝামাঝি সময়ে এসে খোলা পাম তেলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা করা হয়।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY