বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

শিবগঞ্জে ফুটবল খেলায় উপজেলা প্রশাসনের জয়

শিবগঞ্জে ফুটবল খেলায় উপজেলা প্রশাসনের জয়

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল দল ও বিনোদপুর সোনালী অতীত ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৩-২ গোলের ব্যবধানে বিনোদপুর সোনালী অতীত দলকে হারিয়ে জয়লাভ করে উপজেলা প্রশাসন দল।

বিনোদপুর উচ্চ বিদ্যালয় এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। ম্যাচে ২ গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী।

খেলা শেষে তিনি বলেন, যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। তাই এ ধরনের খেলাধুলা নিয়মিত আয়োজন করা দরকার।

প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার প্রমূখ।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY