বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

শিবগঞ্জে প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে বই বিতরণ

শিবগঞ্জে প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে বই বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে এসব বই বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, সরকার দেশ ও জাতির কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। জীবন জীবিকার তাগিদে দেশের কোনো মানুষই যেনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। সেই আলোকে অসচ্ছল নারী-পুরুষের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভাতা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সময় ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY