বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

আবরার ফাহাদকে নিয়ে গান গাইলেন প্রিন্স মাহমুদ

আবরার ফাহাদকে নিয়ে গান গাইলেন প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক: দেশি শ্রোতাদের কাছে প্রিন্স মাহমুদকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। নব্বই দশক থেকেই তিনি নিজের বৈশিষ্ট্য-দাপট জারি রেখেছেন। ‘প্রিয়তমা’ সিনেমায় ‘ঈশ্বর’ গানটির সুর-সংগীত করে বাজিমাত করেছেন প্রিন্স মাহমুদ।

তাঁর গানে প্রেম-বিরহ ছাড়াও ফুটে উঠে দেশপ্রেমের অনন্য অনুভূতি। এবারও তার ব্যতিক্রম নয়। নতুন একটি গান লিখেছেন ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন প্রিন্স মাহমুদ নিজেই। তিনি লেখেন, ‘আবরার ফাহাদকে নিয়ে একটা গান করেছি। এটা আমার সেরা গানের একটা হতে যাচ্ছে। প্রত্যেকটা লাইন সবার প্রিয় লাইন হবে।’

এই ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত গীতিকারের ভক্তরা। নেটিজেনদের অনেকে গানটি নিয়ে বিস্তারিত জানতে চাইছেন।

মন্তব্য ঘরে প্রিন্স মাহমুদ আরও লেখেন, ‘কেউ কিছু করছে দেখে আমি করি-এমন নয়। সময়ের তাগিদে নয়, প্রস্তুতি নিয়েই কাজ শুরু করি। সম্প্রতি বেশকিছু বাণিজ্যিক কাজ ছেড়েছি, শুধু আবরার ফাহাদসহ জুলাই শহীদদের নিয়ে আলাদাভাবে কাজ করার জন্য।

জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরাম, শাইখ আশহাবুল ইয়ামিনসহ সাতজনকে নিয়ে কাজ করছি এখন। এটা কোনো সংবাদ হওয়ার জন্য নয়, একান্ত নিজের তাড়না থেকে করছি। বিশ্বাস করি, সব গান গান হয়ে ওঠে না, কিন্তু এগুলো হবে।’ তিনি জানান, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি আবরার ফাহাদকে নিয়ে তৈরি গানটি বেশ বড় আয়োজনে আসবে।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY