শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শ্রীমঙ্গলে এক কিশোরকে কুপিয়ে জখম শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
ব্যস্ততা বেড়েছে রাজশাহীর কামারপাড়ায়

ব্যস্ততা বেড়েছে রাজশাহীর কামারপাড়ায়

নিজস্ব প্রতিনিধি :

কোরবানির ঈদের মাত্র পাঁচ দিন বাকি। শেষ সময়ে টুং টাং শব্দে মুখরিত রাজশাহীর কামারপাড়া। ব্যস্ততা বেড়েছে কামারপাড়ায়। দিনভর সমান তালে চলছে- হাসুয়া, বটি, ছোড়া, চাপাতি ইত্যাদি ধারলো অস্ত্র ধারের (সান) কাজ। মঙ্গবার (৪ জুলাই) সাপ্তাহিত হাটের দিন ছিল

কাটাখালিতে। এদিন কামার পট্টিতে ব্যস্ততার প্রতিচ্ছবি চোখে পাড়ে। কামারদের মধ্যে কেউ লোহা আগুনে গরম করছেন, কেউ বা সেই লোহাকে পিটিয়ে বিভিন্ন আকার দিচ্ছেন। আবার কেউ বা তৈরি হওয়ার জিনিসে ধার দিচ্ছেন।

কামাররা জানান, তুলনামূলক ভালোই কাজ হচ্ছে তাদের। এখানে পুরানো অস্ত্র ধার এছাড়াও অনেকেই নতুনভাবে তৈরি করে নিচ্ছেন। কেউ বা রেডিমেন্ট কিনে নিচ্ছেন। তবে অস্ত্র ধার করানোর সংখ্যাই বেশি।

আবুল কালাম আজাদ জানান, ছোট ছুরিগুলো এবছরের বেশি যায় না। প্রতিবছরই কিনতে হয়। এছাড়া একটা চাপাতি ছিলো সেটি ধার করিয়ে নিলাম।

অন্যদিকে, নগরীর মথুর ডাঙ্গা এলাকার কর্মকার কামার নাম পলাশ কর্মকার। সারাদিন তপ্ত ইস্পাত পুড়িয়ে দা, বটি, ছুরি, চাপাতি তৈরি করছেন।

পলশ কর্মকার বলেন, ব্যবসা তেমন ভালো না। অল্প কিছু জিনিস আসছে সেগুলো পুড়িয়ে ধার করছি। যেহেতু ইদ নিকটে। কাজের চাপ আরো বাড়তে পারে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com