রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শ্রীমঙ্গলে এক কিশোরকে কুপিয়ে জখম শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: বিনা প্রতিন্দ্বিতায় সদস্য নির্বাচিত তপন

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: বিনা প্রতিন্দ্বিতায় সদস্য নির্বাচিত তপন

নিজস্ব প্রতিনিধি :

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে (মোহনপুর) বিনা প্রতিন্দ্বিতায় সদস্য নির্বাচিত দীলিপ কুমার সরকার। এই নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে তাদের লোকজনকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা।

অন্যান্য ওয়ার্ডে প্রতিদ্ব›দ্বী প্রার্থী থাকলেও ৪নং ওয়ার্ডে (মোহনপুর) কোন প্রতিন্দ্বি প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। প্রেক্ষিতে সবকিছু ঠিক থাকলে ৪নং ওয়ার্ডে (মোহনপুর) বিনা প্রতিন্দ্বি সদস্য নির্বাচিত হবেন দীলিপ কুমার সরকার। আজ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে।

এদিকে ৪নং ওয়ার্ডে (মোহনপুর) কোন প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় নির্বাচিত নিশ্চিত জেনে দীলিপ কুমার সরকার রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, নওহাটা পৌর মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মোহনপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, মৌগাছী ইউপি’র চেয়ারম্যান আল আমিন বিশ্বাসসহ মোহনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পবার দামকুড়া ইউপি’র চেয়ারম্যান রফিকুল ইসলাম, পবা উপজেলা যুবলীগ সভাপতি ও ৩নং ওয়ার্ডে (পবা-সিটি) প্রার্থী এমদাদুল হক, সাধারণ সম্পাদক ও ৩নং ওয়ার্ডে (পবা-সিটি) প্রার্থী তফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু, আওয়ামী নেতা আব্দুল মোত্তালিব মোল্লা, সামশুজ্জোহা বেলাল প্রমুখ।

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নয়টি সাধারণ সদস্য পদে ৩৯ জন ও তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন।

 

তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। ২৬ তারিখ প্রতিক বরাদ্ধ দেয়া হবে। প্রতিক বরাদ্দের পর থেকে সকল প্রার্থী নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী প্রচার প্রচারণা করতে পারবেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com