শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শ্রীমঙ্গলে এক কিশোরকে কুপিয়ে জখম শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
৪৪টি ফিলিস্তিনি বাড়ি ভেঙে দিয়েছে ইসরায়েল

৪৪টি ফিলিস্তিনি বাড়ি ভেঙে দিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক :
গত দুই সপ্তাহে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীরে অন্তত ৪৪টি বাড়ি ধ্বংস করে ফেলেছে বলে জানিয়েছে জাতিসংঘ। পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমি অবৈধভাবে দখলের যে নীতি অনুসরণ করে আসছে তারা আওতায় এ সমস্ত বাড়ি ধ্বংস করে সেসব জায়গা দখল করা হয়েছে।

ফিলিস্তিনের তথ্য কেন্দ্র একটি রিপোর্টের বরাত দিয়ে আজ রবিবার জানিয়েছে, যে ৪৪টি বাড়ি ধ্বংস করা হয়েছে তার মধ্যে ৩৫টি বাড়ি এরিয়া সি-১৯ এ অবস্থিত। এ সমস্ত বাড়ি ধ্বংস করার আগে কোনো রকমের সতর্কবার্তা দেয়া হয়নি। এমনকি বাড়ি ভাঙার বিরুদ্ধে বাড়ির মালিকদের কোনো প্রতিবাদ করারও সুযোগ দেয়নি ইসরায়েল।

জাতিসংঘের ত্রাণ সমন্বয় বিষয়ক কার্যালয় জানিয়েছে, এ সমস্ত ভবন নির্মাণের ক্ষেত্রে ইহুদবাদী ইসরায়েলের কাছ থেকে কোন রকমের অনুমতি নেয়া- হয়নি এমন অভিযোগ তুলে গত দুই সপ্তাহের ভিতরে সেগুলো ভেঙে দেয়া হয়েছে।
এসব ঘরবাড়ি ভেঙে দেয়ার কারণে বহু ফিলিস্তিনি খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছে এবং তারা মানবতার জীবন যাপন করছেন। এছাড়া চলতি বছর শুরুর পর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনিদের এগারোটি বাড়ি ভেঙে দিয়েছে।

সূত্র : পার্সটুডে ও দ্য নিউ আরব।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com