রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

পরিসংখ্যানে ভারত-আফগানিস্তান

পরিসংখ্যানে ভারত-আফগানিস্তান

বাংলাদেশের কাছে হেরে গেছে আফগানিস্তান। বিশ্বকাপে আফগানদের অবশিষ্ট ৮ ম্যাচের ৭টিই পরীক্ষা। নেদারল্যান্ডস ম্যাচ বাদে। সাত কঠিন পরীক্ষার একটিতে আজ মাঠে নামছে হাসমতউ্ল্লাহ শাহিদিরা। প্রতিপক্ষ স্বাগতিক ভারত। বুধবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

তার আগে দেখে নেওয়া যাক ওয়ানডেতে ভারত-আফগানিস্তান দ্বৈরথ-

ম্যাচ : ৩
ভারতীয় জয়ী : ২
আফগানিস্তান জয়ী : ০
টাই : ১

দলীয় সর্বোচ্চ
ভারত : ২৫২/১০
আফগানিস্তান : ২৫২/৮

দলীয় সর্বনিন্ম
ভারত : ২২৪/১০
আফগানিস্তান : ১৫৯/১০

সর্বাধিক রান
ভারত : লোকেশ রাহুল
২ ম্যাটে ৪৫.০০ গড়ে ৯০
আফগানিস্তান : মোহাম্মদ শেহজাদ
২ ম্যাচে ৭৩.০০ গড়ে ১৪৬

ব্যক্তিগত সর্বোচ্চ
ভারত : বিরাট কোহলি
৬৩ বলে ৬৭ রান
আফগানিস্তান : মোহাম্মদ শেহজাদ
১১৬ বলে ১২৪ রান

সেরা বোলিং
ভারত : রবীন্দ্র জাদেজা
১০-১-৩০-৪
আফগানিস্তান : মোহাম্মদ নবী
৯-০-৩৩-২

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com