মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনিরের স্থাবর সম্পদ জব্দ, অবরুদ্ধ ৮ ব্যাংক হিসাব এলপি গ্যাসে ভ্যাট কমাল সরকার বিদ্যুৎকেন্দ্রে চুরির ঘটনায় বিএনপির ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা শিশু বলাৎকারের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা যুবদল কর্মীর নেতৃত্বে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ শিক্ষককে মারধর, ছাত্রদল নেতাকে গ্রেপ্তাদের দাবিতে সড়ক অবরোধ বাণিজ্য বাড়াতে সহজে ভিসা ও সরাসরি বিমান যোগাযোগ চান পাকিস্তানের ব্যবসায়ীরা যুবদল নেতার নেতৃত্বে স্কুল থেকে তুলে নিয়ে শিক্ষককে মারধর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, প্রতিবাদে কড়া জবাব বিএনপির সম্মেলন ঘিরে কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, নেতা নিহত
৬ দিনেও খোঁজ মিলেনি মহি মিজানের মোটরসাইকেল চুরির রহস্য

৬ দিনেও খোঁজ মিলেনি মহি মিজানের মোটরসাইকেল চুরির রহস্য

প্রেস বিজপ্তি

মহি মিজানের মোটরসাইকেল চুরি হয়েছে গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ঃ০০ টাই, ব্যক্তিগত কাজে সন্ধ্যা ৫ঃ৫৫ মিনিটে কানসাট ইউনিয়নের বাঘিতলা হাটে(জাবেদ এর দোকানের সাথে)লাগিয়ে মোটরসাইকেল রেখে কাঁচা সবজি ক্রয়ের উদ্দেশ্য হাটের ভিতর প্রবেশ করে এবং সেই দোকানদার কে বলে যায় মোটরসাইকেলটি খেয়াল রাখতে,কাঁচা সবজি ক্রয় করে আনার পর সন্ধ্যা ৬ঃ১০ মিনিটে এসে দেখে তার মোটরসাইকেল টি সেখানে নেই,দোকানদার কে প্রশ্ন করা হলে সে বলে সে নাকি মোটরসাইকেল দেখে নাই,পরবর্তীতে কানসাট, শিবগঞ্জ, মনকষা, রহানপুর সহ বিভিন্ন এলাকায় খোঁজ নিলেও কোন ধরনের খবর পাওয়া যায় নি, সেই দিন রাত ৮ঃ০০ টাই শিবগঞ্জ থানায় একটি মোটরসাইকেল হারানো বিষয়ে অভিযোগ দায়ের করেন তিনি।

আজ ৫ই নভেম্বর ২০২২ পর্যন্ত কোন ধরনের খবর পাওয়া যায় নি, মোটরসাইকেল হারিয়ে সাংবাদিক মহি মিজান অনেকটা অসহায় ভাবে জীবন যাপন করছেন,তার সার্বক্ষণিক যাতায়াতের মাধ্যম হিসেবে হিরো গ্লামার ১২৫ সিসি লাল রংয়ের গাড়ীটি ব্যবহৃত হতো।

চুরি হওয়া মটরসাইকেলটির বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী যুবায়ের আহমদ জানান এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে,গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হচ্ছে, মোটরসাইকেল উদ্ধারে পুলিশের টিম কাজ করছে।

গাড়ী নং নওয়াবগঞ্জ-হ ১৫-১৯৪৫
চেসিস নং- PS1JAS091HJJ01167
ইঞ্জিন নং- JA06EIHG01325
মোটরসাইকেল টি খোঁজ পেলে জানানোর জন্য সকলকে অনুরোধ করা হইলো।
মহি মিজান
কানসাট ০১৭৪৩৫৫৭১৬১

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com