নিজস্ব প্রতিনিধি :
বেঙ্গলবুট হচ্ছে একটি লিনাক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেম, যা আর্চ লিনাক্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বেঙ্গলবুটের ডেভেলপমেন্ট পরিচালিত হচ্ছে Project Bengal এর অধীনে, যা আগে Digital Bangladesh: The Days We Dream Of নামে পরিচিত ছিল। এই প্রোজেক্টের মূল লক্ষ্য হলো বাংলাদেশের আইটি সেক্টরে সহায়ক ভূমিকা রাখা, এবং একটি ওপেন সোর্স ও লার্নিং কমিউনিটি তৈরি করা, যা আধুনিক বাংলাদেশের নির্মাণে সহায়ক হবে। এই লক্ষ্যেই আমাদের তিন বছরের পথচলা শুরু।
বেঙ্গলবুট তৈরির যাত্রা শুরু হয় ২০১৯ সালে। তখন বেঙ্গলবুট তৈরির উদ্যোগ নেন নাহিদ ইসলাম। ফেব্রুয়ারির ২১ তারিখে ডেবিয়ান-ভিত্তিক একটি বেয়ার-বোন অপারেটিং সিস্টেম Bengal OS মুক্তি পায়। আমরা প্রতিদিনের কাজে এটি ব্যবহার করতাম, কারণ এখানে আমাদের প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা ছিল এবং আমাদের প্রয়োজন অনুযায়ী কনফিগার করা ছিল। শুরুতে আমাদের ২০-২৫ জন ব্যবহারকারী ছিল।
পরবর্তীতে নাহিদ ডেবিয়ান থেকে উবুন্টু তে শিফট করেন, কারণ প্রপ্রাইটারি ড্রাইভারস এবং সফটওয়্যারগুলো সহজে কনফিগার করে ব্যবহার করার সুবিধা ছিল উবুন্টুতে। এতে করে আমাদের নতুন টিম মেম্বার এবং যারা লিনাক্সে নতুন শিফট করছেন, তারা তাদের দৈনন্দিন ব্যবহারে কোনো সমস্যা ছাড়াই লিনাক্স শেখার সুযোগ পেতেন। এই নতুন সংস্করণটি ২০২০ সালের জুন মাসে লঞ্চ করা হয়।
কিন্তু এই সংস্করণটি একটু ভারী হয়ে যায়, ফলে কম স্পেসিফিকেশনের কম্পিউটারে হ্যাং এবং ফ্রিজিং সমস্যার মুখোমুখি হতে হয়। এরপর, নাহিদের লক্ষ্য ছিল এমন একটি লিনাক্স কমিউনিটি গড়ে তোলা যেখানে সবাই শিখতে এবং কন্ট্রিবিউট করতে পারে। ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর এই যাত্রার মাইলফলক হিসেবে BengalBoot তৈরি হয়। এটি বাংলাদেশের দ্বিতীয় অপারেটিং সিস্টেম এবং একমাত্র সক্রিয়ভাবে ডেভেলপমেন্টে থাকা প্রোজেক্ট।
বেঙ্গলবুটের মূল বৈশিষ্ট্য হলো এর সরল এবং সুন্দর ইন্টারফেস, যা সহজেই ব্যবহারযোগ্য এবং শিক্ষার্থীদের শেখার উপযোগী। বর্তমানে বেঙ্গলবুটের দুইটি প্রধান ভ্যারিয়েন্ট রয়েছে: একটি সাধারণ ব্যবহারকারীদের জন্য এবং দ্বিতীয়টি ওয়েব ডেভেলপারদের জন্য। এছাড়া, অ্যান্ড্রয়েড ডেভেলপার এবং এথিকাল হ্যাকারদের জন্য আরও দুইটি বেটা সংস্করণ চলছে।
বেঙ্গলবুটের জেনেরিক ভার্সন ডেভেলপমেন্ট, গেমিং, অফিস ওয়ার্ক, এবং পড়াশোনা সহ প্রায় সব ধরনের কাজের জন্য উপযোগী। এতে রয়েছে গ্রাফিক্যাল ইনস্টল সিস্টেম, প্রি-কনফিগারড ডেস্কটপ এনভায়রনমেন্ট, কম্প্রেসড সিস্টেম এবং আপডেটেড ড্রাইভার ও সফটওয়্যার। এছাড়াও রয়েছে নিত্য প্রয়োজনীয় অফিস সফটওয়্যার, টেক্সট এডিটর, পিডিএফ রিডার এবং স্টিকি নোটস। এর মিনিমালিস্টিক থিমস এবং আইকন সেট এর ফলে যেকোনো বয়সের ব্যবহারকারী এটি স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করতে পারবেন।
আপনি বেঙ্গলবুট ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইট https://projectbengal.com থেকে অথবা সোর্সফোরজ থেকে https://sourceforge.net/p/bengalboot-public-repo/ এ গিয়ে।
গত মাসের ২৮ তারিখে বেঙ্গলবুট তার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করে। এই তিন বছরের যাত্রার পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম ছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন Project Bengal এর স্বপ্নদ্রষ্টা নাহিদ ইসলাম। দুঃখজনকভাবে, নাহিদ ৯ তারিখে দুপুর ৩:৩৭ মিনিটে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। অসুস্থ থাকাকালীন তিনি আমাদের কাছে প্রোজেক্টের সকল কোড এবং গিটহাব অ্যাক্সেস দিয়ে যান। যদিও আমরা তার সব কোড হাতে পাইনি, তারপরও আমরা সময়মতো ডেভেলপমেন্ট সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি, খুব শীঘ্রই নতুন আপডেট এবং নতুন ভ্যারিয়েন্ট রিলিজ করতে পারব।
নাহিদের মৃত্যুর পর আমি, আরাফাত রহমান, এই প্রোজেক্টের দায়িত্ব গ্রহণ করি এবং আমার বন্ধুদের সহায়তায় এটি পরিচালনা করছি। বেঙ্গলবুট এবং Project Bengal এর উন্নয়ন ও সম্প্রসারণে আমরা সবার অবদানকে অত্যন্ত মূল্যায়ন করি। আমি সকলকে অনুরোধ করব আমাদের প্রোজেক্টে আরও কোনট্রিবিউট করতে। কন্ট্রিবিউশন গাইডলাইন পেতে, আপনারা https://github.com/BCW52/bengalboot-public-repo এ যেতে পারেন। সবার কোনট্রিবিউশন এবং সহযোগিতার ফলেই আমাদের প্রোজেক্ট এতদূর আসতে পেরেছে, এবং আমরা আশা করি ভবিষ্যতেও সবাইকে সাথে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে পারব।
আমাদের ইচ্ছা এই প্রোজেক্ট চালিয়ে নিয়ে যাওয়া, একটি শক্তিশালী ওপেন সোর্স কমিউনিটি গড়ে তোলা। আমরা চাই নাহিদের স্বপ্ন পূরণ হোক, এবং বাংলাদেশ সত্যিকারের ডিজিটাল বাংলাদেশে পরিণত হোক।