বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সারাদেশের সাথে একযোগে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ।
২৫ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদকে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সংগঠনটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ শাখার সভাপতি মোহাঃ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়ালী উল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাঃ হাবিবুল্লাহ, আল আমিন, শুভময় দামসহ সংগঠনটির নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর লিখিত স্মারকলিপিতে স্বীকৃতপ্রাপ্ত সকল চলমান নন-এমপিও শিক্ষা পপ্রতিষ্ঠান এমপিওর দাবিসহ নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা তুলে ধরা হয়।