শুক্রবার, ০২ Jun ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জে দৈনিক সমকাল আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বিএফএফ-সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দৈনিক সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আমিনুল হক সোনা ও শিবগঞ্জ কলেজের শিক্ষক মামুন অর রশিদসহ অন্যরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।