শুক্রবার, ০২ Jun ২০২৩, ১১:৪২ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জে অভিযান চালিয়ে ২ হাজার ৯৫০ লিটার চোলাই মদসহ বাইরুল ইসলাম (৪২) নামে একজনকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তি উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী মধ্যপাড়া গ্রামের হাদিসুল ইসলামের ছেলে। বুধবার সকালে চাঁদশিকারী এলাকায় এ অভিযান চালানো হয়। দুপুরে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে চাঁদশিকারী গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৯৫০ লিটার চোরাই মদসহ বাইরুলকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।