মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনিরের স্থাবর সম্পদ জব্দ, অবরুদ্ধ ৮ ব্যাংক হিসাব এলপি গ্যাসে ভ্যাট কমাল সরকার বিদ্যুৎকেন্দ্রে চুরির ঘটনায় বিএনপির ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা শিশু বলাৎকারের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা যুবদল কর্মীর নেতৃত্বে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ শিক্ষককে মারধর, ছাত্রদল নেতাকে গ্রেপ্তাদের দাবিতে সড়ক অবরোধ বাণিজ্য বাড়াতে সহজে ভিসা ও সরাসরি বিমান যোগাযোগ চান পাকিস্তানের ব্যবসায়ীরা যুবদল নেতার নেতৃত্বে স্কুল থেকে তুলে নিয়ে শিক্ষককে মারধর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, প্রতিবাদে কড়া জবাব বিএনপির সম্মেলন ঘিরে কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, নেতা নিহত
শিবগঞ্জে বিরল প্রজাতির নীল গাভী আটক

শিবগঞ্জে বিরল প্রজাতির নীল গাভী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি বিরল প্রজাতির নীল গাভী আটক করেছে স্থানীয়রা। পরে প্রশাসন ওই গাভীটি উদ্ধার করে। বুধবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বারিকবাজার এলাকা থেকে গাভীটি আটক করা হয়। এসময় নীল গাভীটি দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।
দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান, সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রথমে নীল রঙের গাভীটি দেখার পর স্থানীয়রা ধরার চেষ্টা করে। এসময় গাভীটি ক্ষিপ্ত হয়ে দৌড়াতে লাগলে মির্জাপুর, দৌলতবাড়ি ও কামালপুরসহ কয়েকটি এলাকার প্রায় ৫ কিলোমিটার দৌড়ানোর পর স্থানীয়রা ধরতে সক্ষম হয়। এলাকায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও পশুটি ধরার চেষ্টাকালে ২ জন সামান্য আহত হন। খবর পেয়ে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের একটি দল ঘটনাস্থলে যায় এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। ধারণা করা হচ্ছে আটককৃত গাভীটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত জানান, একটি নীল রঙের গাভীটি স্থানীয়রা আটক করেছে বলে শোনা গেছে। প্রশাসনের পক্ষ থেকে গাভীটি উদ্ধার করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
তবে এ সংবাদ লেখা পর্যন্ত (বিকেল ৪টা পর্যন্ত) বিজিবির পাহারায় নীল গাভীটি বারিকবাজারের একটি আমবাগানে বাঁধা অবস্থায় ছিল।
এদিকে স্থানীয়রা তাদের আটক করা পশুটি বনবিভাগের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com