মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:০১ অপরাহ্ন
আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১, শিবগঞ্জ-৪৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি গোলাম রাব্বানী পুকুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে বিনোদপুর ইউনিয়নের সকল পর্যায়ের নেতা কর্মীদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়। মত বিনিময় কালে গোলাম রাব্বানী বলেন, সময় চলে যাবে কিন্তু শেখ হাসিনার উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। কিছুদিন আগে নোবেল বিজয়ী ভারতের অমৃত সেন বাংলাদেশ সফরে এসে বলেছিলেন বাংলাদেশ সকল বিষয়ে উন্নয়নে এগিয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাত, শিক্ষা খাত থেকে শুরু করে সারা বিশ্বে উন্নয়নের ইতিহাস সৃষ্টি করেছেন। এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতিকের মনোনয়ন দেয় আর আমি এমপি নির্বাচিত হই তাহলে শিবগঞ্জ উপজেলাকে উন্নয়নের রোল মডেল তৈরি করবো। মত বিনিময় সভায় বিনোদপুর ইউনিয়নের সকল স্তরের হাজারের অধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।