বুধবার, ৩১ মে ২০২৩, ০৩:৫৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় দৈনিক চাঁপাই চিত্র কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা পত্রিকা অফিসটির ছাদে ককটেল ছুঁড়ে মারলে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন রবিবার বলেন, শনিবার পত্রিকার কাজ শেষ করে প্রতিদিনের মতো রাত সাড়ে ১০টার দিকে সবাই যে যার বাসায় চলে যাই। পরে নাইটগার্ডের মাধ্যমে ককটেল হামলার বিষয়টি জানতে পারি এবং পুলিশকে জানাই। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে নিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিষয়টি জানার পরই আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং আলামত সংগ্রহ করেছি। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি। তবে এটা ককটেল কিনা তা নির্ণয় করা যায়নি।