মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:১৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ সংগঠিত ও রাজাকারমুক্ত বাংলাদেশ গড়তে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গৌরবের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করে। শহরের নিমতলা মোড়স্থ দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সহকারে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধ মঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। জেলা জাসদের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মেহের আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু, জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, পৌর জাসদের সভাপতি গোলাম মোস্তফা সবুর, সদর উপজেলা জাসদের সভাপতি (ভারপ্রাপ্ত) শরিফ হেসেন, কর্ণেল তাহের সংসদের জেলা সভাপতি নিয়ামুল হক, জাতীয় শ্রমিক জোট জেলা কমিটির আহŸায়ক সাজেমান হক, জেলা নারী যুবজোটের আহŸায়ক তৌহিদা খাতুন কমলা, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। এসময় জাসদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com