বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৫:১৬ অপরাহ্ন

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা নজরুল রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা নজরুল রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা নজরুল চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাজিতপুর গ্রামে মরহুমের নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তরিকুল ইসলাম, আবদুল মান্নান, বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান বাচ্চু, মোবারকপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইসাহাক আলী, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মিজানুর রহমানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিরা।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com