বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শিবগঞ্জে একটি অ্যাম্বুলেন্স ও একটি পিকআপ ভ্যান হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা হেলথ কেয়ারের আওতায় ও প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই দুটি গাড়ির চাবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিজুল হক সুইটসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।