বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৬:২৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আগামী এক বছরের জন্য নতুন কমিটিতে সভাপতি হিসেবে ডা. সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আশিকুজ্জামান কে মনোনীত করা হয়েছে।

আজ সোমবার (৭ নভেম্বর) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির সভাপতি ডা: সাইফ জামান আনন্দ এরআগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া সাধারণ সম্পাদক মো: আশিকুজ্জামান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও একই প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সদস্য হিসেবে মো: ইউসুফ আলী, সাব্বির আহমেদ ও সাফিউল ইসলাম স্বজনকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com